ঢাকা

হেরে গেলেন আফ্রিদি!

স্পোর্টস ডেস্ক

শনিবার, ০৩ মার্চ ২০১৮ , ০৫:২৮ পিএম


loading/img

শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ও অধিনায়ক। অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। কিন্তু ঘরোয়া লিগে মাতিয়ে যাচ্ছেন ক্রিকেট মাঠ। বয়সও হার মানে তার কাছে। এবার তিনি হার মানলেন ইনজুরির কাছে। ছিটকে গেলেন পিএসএলের লিগ পর্যায়ের ম্যাচ থেকে। 

বিজ্ঞাপন

তার ছিটকে পড়াতে বড় ধরনের ধাক্কা খেল করাচি কিংস। হাঁটুর ইনজুরিতে পড়েছেন সুপারস্টার শহীদ আফ্রিদি। এ কারণে আগামী ১০ দিন তার সার্ভিস পাবে না দলটি।
 
আফ্রিদির মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, এমআরআই স্ক্যানে বুমবুম খ্যাত এ অলরাউন্ডারের হাঁটুতে ইনফেকশন ধরা পড়েছে। চিকিৎসকরা তাকে কমপক্ষে ১০ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এ সময় তাকে পর্যবেক্ষণে রাখা হবে। কয়েকদিন পর সিদ্ধান্ত নেয়া হবে, কবে নাগাদ তিনি খেলায় ফিরছেন।

এ খবরে মর্মাহত করাচি কিংসও। ফ্র্যাঞ্চাইজিটির ভাষ্য, এমআরআই স্ক্যানে দেখা গেছে আফ্রিদির ডান হাঁটুর মাংসপেশী সামান্য ফুলে গেছে। সেরে উঠতে কমপক্ষে ১০ দিন সময় লাগবে।

বিজ্ঞাপন

যদি এমনটি হয়, তাহলে টুর্নামেন্টের বড় অংশ মিস করবেন আফ্রিদি। প্লে-অফে দেখা যেতে পারে পাকিস্তানের সাবেক এ অধিনায়ককে।

আরও পড়ুন: 

এএ/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |