ড্র অথবা পরাজয়ে কী হবে ব্রাজিলের!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ২৭ জুন ২০১৮ , ০৬:০২ পিএম


ড্র অথবা পরাজয়ে কী হবে ব্রাজিলের!

গতরাতে ল্যাটিন আমেরিকার দল দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শ্বাসরুদ্ধ ম্যাচ উপহার দিয়ে নক আউট পর্ব নিশ্চিত করেছে। আজ আরেক ল্যাটিন দল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের পালা। এখানে তাদের প্রতিপক্ষ সার্বিয়া। 

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় রাত ১২টায় মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আজকের ম্যাচটি ব্রাজিল ও সার্বিয়া উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। এ ম্যাচটিতে যারা জয়ী হবে তারাই ওঠে যাবে নক আউট পর্বে। 

তাই উভয় দলই মাঠে তাদের সেরাটা দিয়ে জয় পেতে চাইবে। তবে সার্বিয়ার জয় কিংবা পরাজয় এখানে মূল বিষয় না। এখানে মূল বিষয় হল ব্রাজিলের নক আউট পর্ব নিশ্চিত করা। ব্রাজিল কে নক আউট পর্ব নিশ্চিত করতে হলে যা করতে হবে-

বিজ্ঞাপন

সার্বিয়ার বিপক্ষে জয় কিংবা ড্র সেলেসাওদের দ্বিতীয় রাউন্ডে তুলে দেবার জন্যই যথেষ্ট। তবে হারলে বাদ পড়তে পারে।
--------------------------------------------------------
আরও পড়ুন: সাড়ে ৪শ’ রানে ইনিংস ঘোষণা শ্রীলঙ্কা ‘এ’ দলের
--------------------------------------------------------

গ্রুপে ব্রাজিল আর সুইজারল্যান্ড দুই দলেরই পয়েন্ট সমান (৪)। ব্রাজিল সার্বিয়াকে হারালে হবে ৭ পয়েন্ট। তখন সুইসদের সঙ্গে নিয়েই দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে তারা। হারলেও কাগজে কলমে সম্ভাবনা থাকবে। তবে অপর ম্যাচে সুইজারল্যান্ডকে হারাতে হবে কোস্টারিকার। তারপর আবার গোল ব্যবধান হিসেব হবে।

এদিকে, ব্রাজিলকে হারাতে পারলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে সার্বিয়া। ড্র করেও তারা নকআউট পর্বে যেতে পারে, যদি সুইজারল্যান্ড কোস্টারিকার কাছে একাধিক গোলের ব্যবধানে হেরে যায়।

বিজ্ঞাপন

ব্রাজিল-সুইজারল্যান্ড দুই দলই হারলে গোল ব্যবধান হিসেবে নির্ধারিত হবে কারা বাদ পড়বে। এতেও নির্ধারিত না হলে ফেয়ার প্লে পয়েন্ট হিসেব হবে। তাতে সুরাহা না হলে টস।

আরও পড়ুন: 

এএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission