ঢাকা

এন্টিগায় প্রথম দিনে ইতিহাস গড়ল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১৮ , ০৫:২৯ এএম


loading/img

এমন ইতিহাস গড়ার ব্যাপারটা আসলে কোনো সুখের খবর নয় বরং লজ্জার। টেস্ট ক্রিকেটের অভিষেক হবার পর সর্বনিম্ন রানে অল আউট হবার রেকর্ড গড়েছে বাংলাদেশ।  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে বুধবার ১৮ ওভার ৪ বল খেলে মাত্র ৪৩ রানে গুটিয়ে গেছে সাকিব আল হাসানের দল।

বিজ্ঞাপন

সাদা পোশাকে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ছিল ৬২ রান। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৫ ওভার ২ বলে অল আউট হবার লজ্জা পেতে হয়।

চার বছর আগে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও ধবল দোলাই হয়ে বাড়ি ফিরেছিল বাংলাদেশ। এবারও হয়তো তারই আভাস মিলছে প্রথম টেস্টের প্রথম দিনে।

বিজ্ঞাপন

অ্যান্টিগায় প্রথম টেস্টে আগে টস জিতে তামিমদের ব্যাট করতে পাঠায় স্বাগতিকরা। ক্যারিবীয় কাপ্তান জেসন হোল্ডার যখন টসের কয়েন শূন্যে ভাসালেন সেটা মাটিতে পড়ার সময় নামলো বৃষ্টি নিয়ে। আর এই সুবিধাটা ঠিকই আদায় করে ছাড়লো উইন্ডিজ বোলাররা।

দুই টাইগার ওপেনার যখন উইকেটে আসলেন তখনও কি ঠিক বুঝতে পেরেছিলেন সব মিলে মাত্র ৪৩ রান হবে!

তামিম ইকবাল করলেন ১৩ বলে চার রান। এরপর একপ্রান্তে দাঁড়িয়ে লিটন দাস দেখছিলেন সতীর্থদের যাওয়া-আসার খেলা।

বিজ্ঞাপন

১, ০, ০, ০, ৪, ১, ০, ৬, ২ রানের সঙ্গে লিটনের ২৫ রান যোগ হয়ে মোট দলীয় রান হলো ৪৩।

ক্যারিবীয় পেসার কেমার রোচ ৫ ওভারে ১ মেডেনসহ মাত্র ৮ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট।  বাকি পাঁচ উইকেটের ৩ উইকেট মিগুয়েল কামিন্স আর জেসন হোল্ডার নেন ২ উইকেট।

প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারই তুলে নেন অর্ধশতক। ডেভন স্মিথ ৫৮ রান করে ক্যাচ তুলে দিলেও আরেক ওপেনার ক্রেইগ ব্রেথওয়েট অপরাজিত আছেন ৮৮ রানে।

দুই নম্বরে ব্যাট করতে আসা কিরন পাওয়েল অর্ধশতক মিস করেন মাত্র দুই রানের জন্য।

দিন শেষে ৬৮ ওভার ব্যাটিং করে উইন্ডিজদের সংগ্রহ ২ উইকেটে ২০১ রান। উইকেটে আছেন ব্রেথওয়েট আর নাইটওয়াচ ম্যান দেবেন্দ্র বিষু।

বাংলাদেশের হয়ে অভিষিক্ত আবু জায়েদ রাহী আর মাহমুদুল্লাহ রিয়াদ নেন একটি করে উইকেট।

শুরুর দিনে যা আভাস দিলো তাতে আগামী চার দিন কি অপেক্ষা করছে বাংলাদেশের সামনে সেটা সময়ই বলে দেবে।

এমআর/ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |