ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু টাইগ্রেসদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ , ১২:৩৩ পিএম


loading/img
ছবি- ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো করতে পারেনি টাইগ্রেসরা। প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের কাছে ৮ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। এতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৯ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা। 

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে ব্যাট চালাতে থাকেন স্বাগতিকরা। ২১ বলে ২৯ রান করে আউট হন ওপেনার কিয়ানা জোসেফ। এরপর ২২ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন দেন্দ্রা দোতিন। আর অধিনায়ক হ্যালি ম্যাথিউজের ৪০ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংসে ভর করে ১৯ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা।

বিজ্ঞাপন

এর আগে, ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে শারমিন আক্তার ৪১ বলে ৩৭, সুবহানা মোস্তারি ২১ বলে ২২ ও দিলারা ১১ বলে ১২ রান করেন। আর নিগার সুলতানার ৪০ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংসে ভর করে ১৪৪ রানের লড়াকু পুঁজি পেয়েছিল বাংলাদেশ। 

এই দুই ইনিংস মিলিয়ে এই ম্যাচে মোট রান হয় ২৮৯। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার কোনো টি-টোয়েন্টিতে যা সর্বোচ্চ রানের রেকর্ড।

আরটিভি/এসআর/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |