images

দেশজুড়ে

পথ ভুলে ভারতে চলে যান বিজিবি সদস্য, অতঃপর...

রোববার, ২২ জুন ২০২৫ , ০৪:৩৬ এএম

images

পথ ভুলে ভারতের মধ্যে চলে যাওয়া এক বিজিবি সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। 

শনিবার (২১ জুন) ভোরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জোহরপুর সীমান্তে টহলের সময় পথ ভুলে ভারতের অভ্যন্তরে চলে গিয়েছিলেন ওই বিজিবি সদস্য।

এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে রউফ। 

আরও পড়ুন
Web-Image

কী ঘটেছিল বিথীর সঙ্গে, যা জানা গেল 

সীমান্তের একাধিক সূত্র বলছে, চোরকারবারীদের ধাওয়া করার সময় পথ ভুলে ভারতের মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার বয়রাঘাট এলাকায় চলে যান বিজিবির ওই সদস্য। পরে তাকে বিএসএফ সদস্যরা তাদের ক্যাম্পে নিয়ে যান। 

জানা যায়, বর্ষার কারণে সীমান্তের ওই এলাকায় লম্বা ঘাসের কারণে সীমান্ত পিলারগুলো অনেকটায় দৃশ্যমান অবস্থায় নেয়; এতেই পথ ভুলে ভারতের অভ্যন্তরে চলে যান ওই বিজিবি সদস্য।

বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জনসংযোগ দপ্তরের আধিকারিক এনকে পান্ডে বলেন, শনিবার সকালে সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসা বিজিবি সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার ইমরান ইবনে আব্দুর রউফ বলেন, শুক্রবার রাতে গরু চোরাচালানিদের ধাওয়া করতে গিয়ে ভারত ভূখণ্ডে ঢুকে পড়েন মতিউর রহমান। পরে আর ফিরে আসতে পারেননি তিনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হয় বিএসএফকে। পরে শনিবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয় মতিউর রহমানকে। ফেরত আসার আগে বিএসএফের বাজিতপুর ক্যাম্পে রাখা হয়েছিল মতিউর রহমানকে। যে সময়টা মতিউর ওখানে ছিলো, খাবার পরিবেশনসহ তার সঙ্গে সম্মানজনক আচরণ করেছে বিএসএফ।

আরও পড়ুন
Web-Image--145787

ডিসি আশরাফের আপত্তিকর ভিডিও ভাইরাল, জানা গেল নারীর পরিচয়

আরটিভি/এমকে