ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

কী ঘটেছিল বিথীর সঙ্গে, যা জানা গেল 

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ০৮:৫৬ এএম


loading/img
ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে সায়েরা আক্তার বিথী (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ গ্রামের জাল্লা বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত বিথী মানিকরাজ গ্রামের সৌদি প্রবাসী মো. সাগরের স্ত্রী। তার বাবার বাড়ি পাবনা জেলায়। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিথী ও সাগরের বিয়ে হয়। দাম্পত্য জীবনে কোনো অস্বাভাবিকতা ছিল না বলে দাবি করেছেন স্বজনরা। এক বছর আগে জীবিকার তাগিদে সাগর সৌদি আরবে পাড়ি জমান।

বিজ্ঞাপন

বিথীর শাশুড়ি খাদিজা বেগম জানান, শনিবার দুপুরে বিথী মোবাইল ফোনে সাগরের সঙ্গে কথা বলে। এরপর আমার রুমে কিছুক্ষণ বসে থাকে। একপর্যায়ে আমি ঘুমিয়ে পড়ি। ঘুমানোর আগেই সে আমার রুমের দরজা বাইরে থেকে টেনে বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাই না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পরে পাশের ঘরের ভাবিকে ডেকে দরজা খুলি। তখন দেখি বিথীর নিজের রুমের দরজাও ভেতর থেকে বন্ধ। জানালা দিয়ে উঁকি দিয়েও কিছু বোঝা যাচ্ছিল না। পরে জানালায় ধাক্কা দিয়ে জানালা খুলি, তখন দেখি বিথী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছে। চিৎকার করলে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিথীর নিথর দেহ উদ্ধার করে।

পরে স্থানীয়দের মাধ্যমে থানায় খবর দেওয়া হলে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠান।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |