ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ডিসি আশরাফের আপত্তিকর ভিডিও ভাইরাল, জানা গেল নারীর পরিচয়

আরটিভি নিউজ

শনিবার, ২১ জুন ২০২৫ , ১০:৫৮ পিএম


loading/img
সংগৃহীত ছবি

শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের আপত্তিকর কয়েকটি ছবি ও ভিডিও নিয়ে দেশজুড়ে তোলপাড়। বিষয়টি আরও নাটকীয় মোড় নেয় ভিডিওতে থাকা নারীর পরিচয় প্রকাশ পাওয়ার পর।

বিজ্ঞাপন

জানা গেছে, ওই নারী (৩৬) টাঙ্গাইল সদরের বাসিন্দা এবং ডিসি আশরাফ উদ্দিনের শ্যালক মাজহারুল ইসলাম সংগ্রামের সাবেক স্ত্রী। 

অভিযোগে তিনি বলেন, ‘পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে ডিসি আশরাফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি আমাকে স্বামীর সঙ্গে ডিভোর্স করান। এখন বিয়ের কথা বললে গালাগাল করছেন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তিনি আমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতনও করেছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, শনিবার রাতে এক গণমাধ্যমে দেওয়া বক্তব্যে জেলা প্রশাসক আশরাফ উদ্দিন জানান, ‘সম্পর্কটি পারিবারিক ঘনিষ্ঠতার সূত্রে গড়ে উঠেছিল। কিন্তু পরে ওই নারী আমাকে ফাঁদে ফেলে ঘুমের ওষুধ খাইয়ে ছবি ও ভিডিও ধারণ করেন। এরপর ব্ল্যাকমেইল করে অর্থ দাবি করতে থাকেন। প্রতি মাসে তাকে টাকা দিতে হয়েছে, যার ব্যাংক লেনদেনের প্রমাণ আমার কাছে রয়েছে।’

তিনি আরও বলেন, ওই নারী তার স্বামীকে তালাক দিয়ে তাকে বিয়ে করতে চাপ দেন।

মোহাম্মদ আশরাফ উদ্দিন ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে নিউরো-ডেভেলপমেন্ট ট্রাস্টের পরিচালক ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে বিতর্কের প্রেক্ষিতে শনিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/টি/এস

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |