ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ভ্রমণ লেখায় সম্মাননা পেলেন শিউলী রোজা

আরটিভি নিউজ

শনিবার, ৩১ মে ২০২৫ , ০৮:২০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ব্রডকাস্ট সাংবাদিক ও লেখক শিউলী রোজা ভ্রমণ সাহিত্যে বিশেষ অবদানের জন্য ‘গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ডস-২০২৫’ অর্জন করেছেন। এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন এবং গ্লোবাল মিডিয়া ফোরাম অব বাংলাদেশ যৌথভাবে এ পুরস্কার প্রদান করে।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিউলী রোজার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। তার লেখা আলোচিত গ্রন্থ ‘পর্বত রমণী নেপাল’-এর মাধ্যমে তিনি এ স্বীকৃতি লাভ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার। দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় মোট ৩৮ জন বিশিষ্ট ব্যক্তিকে এ পুরস্কার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

ভ্রমণ সাহিত্যের মাধ্যমে শিউলী রোজা শুধু নেপালের সৌন্দর্য ও সংস্কৃতি তুলে ধরেননি, বরং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিও তুলে ধরেছেন। তার বইয়ে নেপালের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, খাবার, দর্শনীয় স্থান, ভ্রমণ খরচসহ নানা গুরুত্বপূর্ণ তথ্য সুনিপুণভাবে উপস্থাপিত হয়েছে, যা পাঠকমহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |