ঢাকাMonday, 07 April 2025, 24 Choitro 1431

আমেরিকার কাছ থেকে এফ-১৫ যুদ্ধবিমান কিনবে কাতার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ১৬ জুন ২০১৭ , ০২:১২ পিএম


loading/img

আমেরিকার  তৈরি এফ-১৫ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে কাতার। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস ও কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ আল-আতিয়াহ বুধবার এ বিষয়ে ১২ বিলিয়ন ডলারের চুক্তিতে সই করেন। 
 
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতার অভিযোগ আনেন। এর কিছুদিন পরই সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা দেয়ার অভিযোগ তুলে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ করে প্রতিবেশী দেশগুলো। এতে উপসাগরীয় দেশটি চরম সংকটে পড়ে। এমন প্রেক্ষাপটে যুদ্ধবিমান বিক্রয়ের চুক্তিটি করালো কাতার। 
 
অবশ্য মার্কিন প্রেসিডেন্ট সৌদি নেতৃত্বাধীন পদক্ষেপের প্রতি সমর্থন জানানোর ইঙ্গিত দিলেও অন্য মার্কিন কর্মকর্তারা এ সংকট নিরসনে আরো সাবধানতা অবলম্বন করে সংলাপের আহবান জানিয়েছেন।
 
পেন্টাগনের  বিবৃতিতে বলা হয়, আমেরিকা ও কাতারের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে ১২ বিলিয়ন ডলারের এ বিক্রয় চুক্তি করা হয়। এ সময় ম্যাটিস ও আল-আতিয়াহ ইসলামিক স্টেট গ্রুপসহ পারস্পরিক নিরাপত্তা নিয়ে তাদের উদ্বেগ বিষয়ে আলোচনা করেন।
 
এ বিমান বিক্রয়ের বিষয়ে পেন্টাগন বিস্তারিত আর কিছু না বললেও  ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, এ চুক্তির আওতায় ৩৬টি যুদ্ধবিমান বিক্রি করা হতে পারে। 

বিজ্ঞাপন

গেলো মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, তারা কাতারের কাছে ৭২টি এফ-১৫ স্ট্রাইক ঈগল জেট বিমান বিক্রির অনুমোদন দিয়েছে। ওই চুক্তির অর্থের পরিমাণ ছিল প্রায় ২১ বিলিয়ন ডলার।

বিজ্ঞাপন

এপি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |