ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

ধর্ষণের অভিযোগে বিয়ের আসর থেকে বর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ০৬ মে ২০১৭ , ০১:৪৯ পিএম


loading/img

বিয়ের আসর থেকে বরকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ ২২ বছরের হবু বর তার ২৪ বছর বয়সী চাচাতো বোনের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন। শুধু তাই নয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার একান্তে মিলিত হয়েছেন তারা।

বিজ্ঞাপন

ভারতের মহারাষ্ট্রের বৈসারের এ ঘটনায় একাধিক ধারায় ওই যুবতী হবু বরের বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক ধারায় অভিযোগ আনেন।পরে তাকে গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিশ।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ছোটবেলা থেকেই একে অপরের সঙ্গে গভীর সম্পর্ক ছিল। ২০১০-২০১৬ পর্যন্ত দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। যুবতী পুলিশকে করা অভিযোগে জানিয়েছেন, তাদের জাতে চাচতো ভাই-বোনদের মধ্যে বিয়ে করা বৈধ। ফলে প্রেমের সম্পর্ক তৈরি হলে ওই যুবক যে তাকে বিয়ে করবে না তা তিনি না বুঝেই সম্পর্কের গভীরে চলে গিয়েছিলেন।

বিজ্ঞাপন

তবে পরে যখন জানতে পারেন, অভিযুক্ত চাচতো ভাই অন্য মেয়ের সঙ্গে বিয়ে করছেন, তখনই পুলিশে গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি।

আর তারপর বিয়ের আসর থেকেই অভিযুক্তকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার করা হয়।

বৈসার থানা পুলিশ কর্মকর্তা দিপক যোগদান বলেন, অভিযুক্তের বিয়ের আসর থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

ওয়াই/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |