বিশ্ববাজারে বেড়েছে সোনা ও রুপার দাম। তবে কমেছে প্লাটিনামের দাম।
টানা দরপতনের পর গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে শূন্য দশমিক ৮৬ শতাংশ। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক হাজার ৭৯৭ দশমিক ৮৪ ডলার।
রুপার দাম বেড়েছে শূন্য দশমিক ৮৭ শতাংশ। এতে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ২২ দশমিক ৩৬ ডলারে।
গত সপ্তাহজুড়ে স্বর্ণ ও রুপার দাম বাড়লেও প্লাটিনামের দাম কমেছে ১ দশমিক ১৫ শতাংশ। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ৯৩১ দশমিক ৩২ ডলার।
এদিকে বিশ্ববাজারে টানা দরপতন হতে থাকায় গত ১৫ ডিসেম্বর থেকে দেশের বাজারেও স্বর্ণের দাম কমিয়ে দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তবে সে সময় রুপার দাম আগেরটাই বহাল রাখা হয়।
আরএ/এসকে