হঠাৎ বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম, বাড়তে পারে দেশেও

আরটিভি নিউজ

শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ , ০৮:০৯ পিএম


হঠাৎ বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম, বাড়তে পারে দেশেও
ফাইল ছবি

বড় দরপতনের পর বিশ্ববাজারে হঠাৎ স্বর্ণের দাম বেড়েছে। এক দিনের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ১৯ দশমিক ৬৬ ডলার। সেই হিসেবে দেশের বাজারেও যেকোনো সময় দামি এই ধাতুটির দাম বাড়তে পারে। 

বিজ্ঞাপন

শনিবার (১১ জানুয়ারি) রাত ৮টা পর্যন্ত স্পট মার্কেটে স্বর্ণের দাম অবস্থান করছিল ২ হাজার ২৬৯৮ দশমিক ৯৪ ডলার। 

সপ্তাহ হিসাবে, গত ৩০ ডিসেম্বর স্বর্ণের আউন্স ছিল ২ হাজার ৫৯৯ ডলার। গত সপ্তাহের লেনদেন শেষে ২ হাজার ৬৯৮ দশমিক ৯৪ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ, প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ৯৯ ডলারের ওপর। 

বিজ্ঞাপন

সবশেষ সোমবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে। সংগঠনটির সবশেষ দেওয়া দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ১ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৩ হাজার ১৪১ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ৮৬৯ টাকা।

সংগঠনটির পক্ষে স্বর্ণের দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি। এই কমিটির এক সদস্য বলেন, ‘বিশ্ববাজারে যে হারে স্বর্ণের দাম বাড়ছে, তাতে দেশের বাজারেও দাম বাড়ানো লাগবে। এর কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘আমার স্বর্ণের দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে। স্থানীয় বাজারে পাকা স্বর্ণের দাম বাড়লে স্বাভাবিকভাবেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আবার পাকা স্বর্ণের দাম কমলে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববাজারের দামের চিত্র পাকা স্বর্ণের দামে প্রভাব ফেলে।’

বিজ্ঞাপন

আরটিভি/এসএপি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission