নবনিযুক্ত কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের উদ্দেশে বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, যত ভালো কাজই করেন, গালি খেতেই হবে। তাই গালি নিয়ে ভেবেন না। আয়নার সামনে দাঁড়িয়ে যেন বলতে পারেন-কাজটা ঠিকভাবে করেছি, এটাই গুরুত্বপূর্ণ।
রোববার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে তিনি এসব কথা বলেন।
জাফর ইকবাল বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে হাই লেভেলের টেকনোলজি বলা হলেও আসলে তা নয়। এটার টেকনোলজি খুব লো লেভেলের। এখন অনেক হাইটেক জিনিসপত্র আছে।
প্রায় এক কোটি প্রবাসী বাংলাদেশি কীভাবে ভোট দিতে পারে, সে বিষয়টি দেখতে নির্বাচন কমিশনকে পরামর্শ দেন তিনি।
সংলাপে এই শিক্ষাবিদ আরও বলেন, তিনি এমন নির্বাচনের স্বপ্ন দেখেন, যেখানে জয়ী ও পরাজিত দল—দুটোই হবে মুক্তিযুদ্ধের পক্ষের।