ঢাকা

তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ বাড়ালো ভারত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ২১ জুন ২০১৭ , ১০:০৯ এএম


loading/img

নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ আরও এক বছর বাড়ালো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

বিজ্ঞাপন

৫৫ বছর বয়সী লেখিকার বর্ধিত ভিসার মেয়াদ কার্যকর হবে এবছরের ২৩ জুলাই থেকে।

এ নিয়ে টুইটারে ভারত সরকারকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

২০০৪ সাল থেকে সুইডেনের নাগরিক তসলিমা ভারতীয় ভিসা পেয়ে আসছেন।

লেখা নিয়ে বিতর্কের জেরে মৌলবাদীদের হুমকির প্রেক্ষিতে ১৯৯৪ সালে বাংলাদেশ ছাড়তে হয়েছিল তসলিমা নাসরিনকে। গেলো ২০ বছরে তসলিমা আমেরিকা এবং ইউরোপেও থেকেছেন বিভিন্ন সময়ে। কিন্তু বারে বারে বিভিন্ন সময়ে ভারতে, বিশেষ করে কলকাতায় থাকতে চেয়েছেন তিনি।

২০০৭-এ একটি বিক্ষিপ্ত ঘটনার জেরে আন্দোলনের মুখে তসলিমাকে কলকাতা থেকে চলে যেতে বাধ্য করা হয়। বর্তমানে দিল্লিতে বসবাস করছেন তিনি।

বিজ্ঞাপন

তসলিমা জানিয়েছেন, তিনি যদি ভারতে থাকতে না পারেন, তাহলে তিনি পরিচয় সঙ্কটে ভুগবেন। সেটা যেমন তার লেখার কাজে ব্যাঘাত ঘটাবে, তেমনি তা নারী অধিকারের চ্যালেঞ্জের কারণও হবে বলে জানিয়েছেন বিতর্কিত এ লেখিকা।

ওয়াই/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |