ঢাকা

এবার কাউন্টি মাতাবেন আমির

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ২২ জুন ২০১৭ , ০১:০৭ পিএম


loading/img

৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে স্মরণীয় প্রত্যাবর্তনের পর এবার ইংল্যান্ড কাউন্টি ক্রিকেট মাতাতে যাচ্ছেন মোহাম্মদ আমির। আসছে সোমবার দিবা-রাত্রির ম্যাচে মিডেলসেক্সের বিপক্ষে খেলতে নামবে এসেক্স। সেই ম্যাচে এসেক্সের হয়ে কাউন্টি মাতাবেন পাকিস্তানের এ বাঁ-হাতি পেসার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার এসেক্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে এসেক্স জানায়, পাকিস্তানের স্পিডস্টার মোহাম্মদ আমির শিগগিরই এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবে যোগ দেবেন। তিনি মৌসুমের দ্বিতীয়ার্ধে স্পেকসেভারস কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্ট খেলবেন।

বিজ্ঞাপন

আমিরকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত এসেক্স কোচ ক্রিস সিলভারউড। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আমির কী করেছে তা আপনারা সবাই দেখেছেন ।এটা নিশ্চয়-ই বলার দরকার পড়ে না আমরা কেনো তাকে দলে ভিড়িয়েছি।

তিনি আরো বলেন, ও  ক্রিকেট বিশ্বের অন্যতম প্রতিভাবান বোলার। এসেক্সের হয়ে সে কী করবে তা দেখার জন্য আমাদের তর সইছে না। আশা করছি, সোমবার আলোর নিচে গোলাপি বলে দারুণ লড়াই হবে। আমি নিশ্চিত ব্যাপক সমর্থক আমাদের সমর্থন করবে।

গেলো মঙ্গলবার কাউন্টিতে খেলার জন্য আমিরকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে কাউন্টি ক্রিকেটে লিস্টারশায়ারের হয়ে খেলার জন্য আমিরের সতীর্থ জুনায়েদ খানকেও এনওসি দিয়েছে বোর্ড।

বিজ্ঞাপন

গেলো রোববার ভারত-পাকিস্তান লড়াই দিয়ে পর্দা নেমেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এতে চির-প্রতিদ্বন্দ্বী ভারতকে উড়িয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে পাকিস্তান। এ জয়ে অগ্রণী ভূমিকা পালন করেন আমির। ৬ ওভারে  মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে টিম ইন্ডিয়ার টপ অর্ডার ধসিয়ে দেন তিনি।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |