চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের মঞ্চে বল হাতে সবচেয়ে দুর্দান্ত ফর্মে আছে সিলেট স্ট্রাইকার্সের ক্রিকেটাররা। এই দলের চার বোলার আছেন চলতি বিপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় সেরা দশে। তারা হলেন বাংলাদেশের মাশরাফী বিন মোর্ত্তজা, রেজাউর রাজা এবং পাকিস্তানের মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াশিম।
এই চারজনের মধ্যে দুই পাকিস্তানি বোলারকে নিজের দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল খেলতে পাকিস্তানে পাড়ি জমাতে হয়েছে। যদিও পিএসএল শুরু হবে ১২ ফেব্রুয়ারি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্দেশে আগেভাগে ফিরে যেতে হয়েছে এই দুই বোলারকে।
তবে সিলেট ফ্র্যাঞ্চাইজি নিজেদের প্রয়োজনে সারপ্রাইজ প্যাকেজ হিসেবে আবারও বাংলাদেশে ফেরত আনছেন ইমাদ এবং আমিরকে। এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ১১ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মাশরাফীর সিলেট। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিততে পারলে দলটি শীর্ষস্থান নিয়ে প্লে অফে পা রাখতে পারবে।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ৮ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট। সেই এক ম্যাচে জয়ের জন্য আমির এবং ইমাদকে ফেরানোর পরিকল্পনা সাজিয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। আজ (৬ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে সিলেটের ব্যাটিং কোচ তুষার ইমরান।
অবশ্য সিলেটের চাওয়া যথার্থই। এবারের আসরে ১০ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির। যদিও ম্যাচে সর্বোচ্চ ২ উইকেট তবে কেবলমাত্র ৭ রানের বিনিময়ে। ইকোনমি রেটের দিক থেকে শীর্ষ ১০ জনের মধ্যে দ্বিতীয় সেরা আমিরের, ৫.৯৫।
ইকোনমি রেটের বিচারে শীর্ষ ১০ উইকেট সংগ্রাহকের তালিকার মধ্যে শীর্ষে আছেন ইমাদ। এই পাকিস্তানি স্পিনারের ইকোনমি মাত্র ৫.৩৯। ১০ ম্যাচে উইকেটও নিয়েছেন ১০টি।
এই দুই বোলারকে ফেরানোর বিষয়ে তুষার ইমরান বলেন, ‘একটা সারপ্রাইজ আছে। আমির-ইমাদ… বলেই দিলাম আর কি। আমির-ইমাদ হয়তবা ফিরতে পারে একটা ম্যাচের জন্য। আমাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচটা যেহেতু গুরুত্বপূর্ণ, ম্যাচটি জিততে পারলে আমরা হয়তো শীর্ষে থেকে শেষ করব।
এজন্য ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত নিয়েছে যে, আমির আর ইমাদকে একটা ম্যাচের জন্য ফিরিয়ে আনবে। আশা করি যে, পরশুর ম্যাচে তারা এসে খেলবে।’