মার্থা দেখতে অদ্ভুত আর বিশাল আকৃতির। দেখতে কুৎসিত। প্রকৃতিগতভাবে খুবই অলস ও দুর্গন্ধময়।
তবে এত বিশেষণ ছাড়াও আরো একটি বিশেষণ যুক্ত হয়েছে মার্থার সঙ্গে এবং তা হলো- সে ‘বিশ্ব চ্যাম্পিয়ন’।
সম্প্রতি বিশ্বের সেরা বীভৎস কুকুরের খেতাব জিতেছে মার্থা।
এবারের ২৯তম ‘ওয়ার্ল্ড আগলিয়েস্ট ডগ’ প্রতিযোগিতায় বিজেতা সে। বয়স ৩ বছর ওজন ১২৫ পাউন্ড ও লোমহীন।
মার্থাকে দেখেই ধরে নেয়া হয়েছিল- এই খেতাব সেই পাবে। তাছাড়া প্রতিযোগিতায় অংশ নেয়ার পরপরই উত্তর ক্যালির্ফোনিয়ার দর্শকের মন জিতে নিয়েছিল সে।
জয়ী হয়ে মার্থা পেয়েছে দেড়শ ডলার, একটি ট্রফি ও নিউইয়র্কে গণমাধ্যমের সঙ্গে সাক্ষাত করার সুযোগ। যদিও মার্থার এদিকে নজর নেই। একটু বিশ্রাম পেলে আর কিছু লাগে না তার।
মার্থার মালকিন জানিয়েছেন, মার্থাকে যখন ডগউড পশু উদ্ধার সংস্থা খুঁজে পায় তখন তার অবস্থা ছিল আরো খারাপ।
প্রায় অন্ধ মার্থাকে তারা উদ্ধার করে ক্যালিফোর্নিয়ার সেবাসতোপল থেকে। মার্থা বাঁচবে কিনা তা নিয়ে দ্বিধা ছিল কর্তৃপক্ষের।
তবে এই মার্থাই ১৩টি কুকুরকে টপকে জিতেছে এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এবিসি নিউজ।
সি/