চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে আফগানিস্তান। তবে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের আশা জাগিয়েছিল আফগানরা। কিন্তু অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত হলে বিদায় নিশ্চিত হয় তাদের। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বিশেষ অবদান রেখেছিলেন আজমতুল্লাহ ওমরজাই। প্রথমবারের মতো ওয়ানডে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন তিনি।
বুধবার (৫ মার্চ) আইসিসির সাপ্তাহিক প্রকাশিত হালনাগাদ থেকে এই তথ্য উঠে এসেছে।
ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে ৫৮ রানে ৫ উইকেট ও ব্যাট হাতে ৪১ রান করেন আজমতউল্লাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে ৬৭ ও বল হাতে ২৪ বছর বয়সী তরুণ ডানহাতি পেস অলরাউন্ডারের দখলে ছিল ১ উইকেট।
দুই ধাপ উন্নতি করে শীর্ষস্থান দখল করেছেন ওমরজাই। তার রেটিং পয়েন্ট ২৯৬। এতদিন শীর্ষে থাকা নবির রেটিং পয়েন্ট এখন ২৯২। তিনি এখন অবস্থান করছেন দ্বিতীয়স্থানে। তৃতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও চারে বাংলাদেশী মেহেদী হাসান মিরাজ।
ব্যাটিং র্যাঙ্কিংয়েও অভাবনীয় উন্নতি হয়েছে ওমরজাইয়ের। টুর্নামেন্টের তিন ম্যাচে ১২৬ রান করে ১২ ধাপ অগ্রগতি হয়েছে তার। বর্তমান আফগান তারকার অবস্থান ২৪তম।
ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য ১৭৭ রানের ইনিংস খেলা আরেক তরুণ ক্রিকেটার ইব্রাহিম জাদরান ১৩ ধাপ উন্নতি করে ব্যাটিং র্যাঙ্কিংয়ে বর্তমানে ১০তম স্থানে রয়েছেন।
আরটিভি/এসআর