ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

দেশে এখন বিশ্ববিদ্যালয় ১৩৪টি

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২৯ জুন ২০১৭ , ০২:৩৭ পিএম


loading/img

বর্তমানে দেশে উচ্চ শিক্ষার জন্য ১৩৪টি বিশ্ববিদ্যালয় আছে। তার মধ্যে সরকারি ৩৯টি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৯৫টি। এসব প্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য ৬ লাখ ২৬ হাজার ৩শ ৫৮টি আসন রয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সংসদে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ পিনু খানের লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, সরকার সবার জন্য উচ্চ শিক্ষা নিশ্চিত করতে চায়। আর সেই জন্য দেশের প্রতিটি জেলায় একটি করে সাধারণ বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

এর অংশ হিসেবে বর্তমান সরকার ২০০৯ সাল থেকে এ পর্যন্ত দেশে ৮টি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে। পাশাপাশি ৪২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন ও একাডেমিক কার্যক্রম পরিচালনার অনমুতি দিয়েছে।  

নুরুল ইসলাম বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নামে আরও দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন মন্ত্রিসভা দিয়েছে। বিলটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য অর্থ বিভাগে পাঠানো হয়েছে।

এইচটি/এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |