আসছে বিপিএল আসর ঘিরে নিজেদের মতো করে দল গোছাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো। এরই মধ্যে আইকন ক্রিকেটার নিশ্চিত করে ফেলেছে দু’ফ্রাঞ্চাইজি। এবারো খুলনা টাইটানসের হয়ে খেলবেন ‘মিস্টার কুল’ মাহমুদুল্লাহ রিয়াদ। আর যথারীতি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের হয়ে মাঠ মাতাবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া বাকি দলগুলোও আইকন ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করে নিচ্ছে। শোনা যায়, গেলো আসরে দল নির্বাচন নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ ছিল মাশরাফি বিন মর্তুজার। সেই সূত্রে গুঞ্জন ওঠে কুমিল্লা ছাড়ছেন তিনি। অবশেষে তাই সত্যি হতে যাচ্ছে। আসছে বিপিএল মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক। এরই মধ্যে ফ্রাঞ্চাইজিটির সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে তার। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দু’পক্ষ।
দল বদলাচ্ছেন তামিম ইকবালও। চিটাগাং ভাইকিংস ছেড়ে তিনি পাড়ি জমাচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে। ফ্রাঞ্চাইজিটির মালিক নাফিসা কামালও এর ইঙ্গিত দিয়েছেন। তাদের সঙ্গে নাকি চূড়ান্ত কথাবার্তাও সেরে ফেলেছেন ড্যাশিং ওপেনার।
আসছে আসরে দল পাল্টাচ্ছেন মুশফিকুর রহিমও। বরিশাল বুলস মালিকের সঙ্গে তার ঝামেলাই বলে দিচ্ছিল ফ্রাঞ্চাইজি বদলাচ্ছেন টেস্ট অধিনায়ক। মুশফিক খেলবেন ঘরের দল রাজশাহী কিংসের হয়ে। দু’পক্ষের মধ্যে কথাবার্তাও এক প্রকার নিশ্চিত, শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। মিস্টার ডিপেন্ডেবল এ দলের আইকন হওয়ায় নতুন দল খুঁজতে হচ্ছে সাব্বির রহমানকেও।
ডিএইচ