ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ , ০১:৪০ পিএম


loading/img
ছবি-সংগৃহীত

বিপিএলের দশম আসরে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সিলেট স্ট্রাইকার্সের হয়ে পাঁচ ম্যাচ খেলে প্রতিটিতেই হারের স্বাদ পেয়েছেন তিনি। তবে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্তভাবে ফিরে এসেছেন মাশরাফী। প্রথম ম্যাচেই শিকার করেছেন পাঁচ উইকেট।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ মার্চ) লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে নেমেছিলেন মাশরাফী। আগুনে বোলিংয়ে পাঁচ উইকেট শিকার করে প্রতিপক্ষকে একাই বিধ্বস্ত করেছেন এই টাইগার পেসার। ১৩৬ রানে অলআউট হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স।

চলমান ডিপিএলের শুরু থেকে ছিলেন না মাশরাফী। চতুর্থ রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে নিজের প্রথম ওভারেই পেয়েছেন সাফল্য। প্রীতম কুমারকে নিজের বলে তালুবন্দী করে সাজঘরে ফেরান মাশরাফী। 

বিজ্ঞাপন

এরপর একে একে শিকার করেন সাব্বির হোসেন, ফয়সাল আহমেদ, মঈন খান ও মাহফুজ রাব্বিকে। পেয়ে যান ফাইফার। সবমিলিয়ে চলতি মৌসুমে নিজের প্রথম ম্যাচে ৮ ওভার বল করে ১৯ রান খরচায় তুলে নেন ৫ উইকেট।

মাশরাফির লিস্ট এ ক্রিকেট ক্যারিয়ারে এটি অষ্টম ৫ উইকেট শিকার। তার বোলিং নৈপুণ্যে ১৩৬ রানেই গুটিয়ে গেছে গাজী গ্রুপ। জয়ের জন্য মাশরাফীর দলের প্রয়োজন ১৩৭ রান।

জবাব দিতে নেমে ভালো শুরু করেছে লিজেন্ড অব রূপগঞ্জ। ওপেনিং জুটি থেকে আসে ৪৪ রান। ৪৪ বলে ১৫ রান করে ইমরানুজ্জামান আউট হলে ৩৩ বলে ৩৬ রান করে তার দেখানো পথে হাঁটেন তৌফিক খান তুষার।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মোহাম্মদ রিজওয়ান ৭ রান এবং শুভাগত হোম ১ রানে ব্যাট করছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |