প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠক করেছেন পাঁচ বিদেশি প্রতিনিধি। বৈঠক শেষে বেরিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের কোনো উত্তর না দিয়েই চলে গেছেন তারা।
সোমবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) ৫ সদস্য যৌথভাবে বৈঠক করতে আসেন।
বৈঠক শেষে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, এনডিআই ও আইআরইয়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক হয়েছে। বৈঠকটি ‘কনফিডেনশিয়াল’(গোপনীয়)। তারা (এনডিআই ও আইআরআই) গণমাধ্যমে কিছু ‘ডিসক্লোজ’ (প্রকাশ) না করতে অনুরোধ করেছে।
তিনি বলেন, প্রতিনিধিদলটি নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিল। নিরাপত্তা পরিকল্পনা, নির্বাচনী সরঞ্জাম কীভাবে পৌঁছাচ্ছে, আচরণবিধি, সংখ্যালঘু এসব বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে অংশ নেওয়া বিদেশি প্রতিনিধিরা হলেন- নাতাশা রথচাইল্ড, মি. ই ভো পেন্টচেভ, মিসেস মারিয়াম তাবাতাদজে, মি. ক্রিস্পিন কাহেরু এবং মি. নিনাদ মারিনোভিক।