ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি

আরটিভি নিউজ

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫ , ০৫:২২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সমমনা ও যুগপৎ আন্দোলনের সঙ্গী ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। 

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের সঙ্গী জাতীয় পার্টি (কাজী জাফর) দলের সঙ্গে বৈঠকের মাধ্যমে ধারাবাহিক এ বৈঠক শুরু হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিজ্ঞাপন

তিনি জানান, জাতীয় পার্টির (কাজী জাফর) সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর জাতীয় পার্টির পক্ষে থেকে উপস্থিত আছেন চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার। আরও উপস্থিত রয়েছেন শাহদাত হোসেন সেলিম, নুরুল আমিন বেপারী, ফারুক রহমান, সৈয়দ এহসানুল হুদা, রাশেদ প্রধান, শামসুদ্দিন পারভেজ, আব্দুর করিম এবং আবুল কাশেম।

এরপর জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফতে ইসলামির সঙ্গে বৈঠকে হবে বলে জানিয়েছেন শায়রুল কবির।

এর আগে, বিএনপির খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এছাড়া, ইসলামি আন্দোলন অফিসে গিয়েও বৈঠক করে আসেন বিএনপি মহাসচিব।

বিজ্ঞাপন

দলীয় সূত্র বলছে, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন ইস্যুতে করণীয় নিয়ে আলোচনা হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |