ঢাকা

প্রবাসী বাংলাদেশিদের সাজায় উদ্বিগ্ন সরকার: তথ্য প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ০৯:১৭ পিএম


loading/img
ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কোটা আন্দোলনে সংহতি দেখাতে গিয়ে সেই দেশগুলোতে অনেকে আইনের আওতায় এসেছেন ও সাজাপ্রাপ্ত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার তাদের ব্যাপারে খুব উদ্বিগ্ন।

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রতিমন্ত্রীর বরাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কোটা আন্দোলনে সংহতি দেখাতে গিয়ে সেই দেশগুলোতে অনেকে আইনের আওতায় এসেছেন এবং সাজাপ্রাপ্ত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার তাদের ব্যাপারে খুব উদ্বিগ্ন।

বিজ্ঞাপন

এ বিষয় ঘিরে আমাদের অন্যান্য প্রবাসীরা যেন আর কোনো সমস্যার সম্মুখীন না হন সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে দূতাবাসগুলো কাজ করছে। সরকার প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বদ্ধপরিকর।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |