ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

বন্যা মোকাবেলায় সশস্ত্র বাহিনীর ক্যাম্প মোতায়েন রয়েছে ৩৩টি

আরটিভি নিউজ

শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪ , ০২:১৭ এএম


loading/img
ছবি : সংগৃহীত

বন্যা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী উদ্ধার, ত্রাণ কার্যক্রম ও চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে ক্যাম্পের সংখ্যা বাড়িয়ে উদ্ধার, চিকিৎসা সেবা এবং ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রেখেছে সশস্ত্র বাহিনী।

বিজ্ঞাপন

বর্তমানে বন্যা কবলিত এলাকায় ক্যাম্প রয়েছে ৩৩টি। এর মধ্যে সেনাবাহিনীর ২৯টি, নৌবাহিনীর ৩টি এবং কোস্ট গার্ডের একটি রয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সশস্ত্র বাহিনীর মেডিকেল টিমগুলো দুর্গত এলাকায় বিশেষ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে বৃহস্পতিবার ৬ হাজার ৩৫৬ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। বর্তমানে সেনাবাহিনীর ৩টি ফিল্ড হাসপাতাল ও ১৮টি মেডিকেল টিম বন্যাদুর্গতদের চিকিৎসা সেবা প্রদান করছে।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় সশস্ত্র বাহিনী ৫০৩ জন বন্যাদুর্গত ব্যক্তিকে উদ্ধার করেছে। এছাড়া, ৪৩ হাজার ৫৫৭ প্যাকেট খাদ্য সামগ্রী এবং ১৩৩০ জনকে রান্না করা খাবার প্রদান করেছে। একইসাথে সশস্ত্র বাহিনী বিভাগ ৭ হাজার ৯১০ টিন শিশু খাদ্য ও ১২ হাজার ২৪০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করেছে। করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |