ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

বাংলাদেশে পাচারের আগেই পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ , ১২:১০ এএম


loading/img
ছবি: সংগৃহীত

বাংলাদেশে পাচারের আগেই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানার পুলিশ। বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

বিজ্ঞাপন

গোপন সূত্রে খবর পেয়ে আন্তর্জাতিক মাদকচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে উদ্ধার করা হলো ১ হাজার ৯৫৪টি নিষিদ্ধ মাদক ইনজেকশন ও ১০০ বোতল কফ সিরাপ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক পাচারকারীকে।

বড়সড় সাফল্যের বিষয়ে পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে পতিরামের খাপুর কৃষ্ণনগর মোড় এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। সেখানেই কুরবান মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি বটুন গ্রাম পঞ্চায়েতের কৈতারা এলাকায়। গোপনে বাংলাদেশে নিষিদ্ধ মাদক পাচারের ছক কষছিল তিনি, কিন্তু পুলিশের তৎপরতায় ব্যর্থ হয় সেই পরিকল্পনা।

বিজ্ঞাপন

শিগগিই আরও বড়সড় মাদক পাচারের নেটওয়ার্ক ফাঁস হতে পারে জানিয়ে বালুরঘাট সদর ডিএসপি বিক্রম প্রসাদ বলেন, ধৃতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। চক্রের পেছনে আর কারা রয়েছে, কীভাবে এই নিষিদ্ধ মাদক বাংলাদেশে পাচার করা হচ্ছিলো- সব দিক খতিয়ে দেখছে পুলিশ। 

আরটিভি/কেএইচ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |