প্রধান উপদেষ্টার প্রেস উইং

ভারতীয় সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েনের খবরটি মিথ্যা

আরটিভি নিউজ

শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ , ০৩:১৪ পিএম


সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি বাংলাদেশের বিরুদ্ধে সাজানো অভিযানের অংশ
ছবি: সংগৃহীত

ভারতের প্রথম সারির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দাবি করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। খবরটিকে মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিজ্ঞাপন

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়। সেইসঙ্গে ভারতীয় মিডিয়ায় প্রকাশিত এ খবরটিকে বাংলাদেশের বিরুদ্ধে একটি সাজানো অভিযানের অংশ বলেও মন্তব্য করা হয়েছে এতে। 

পোস্টে বলা হয়েছে, সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি ভুয়া ও বানোয়াট। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বাংলাদেশ তার রুটিন কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে কোনো ড্রোন মোতায়েন করেনি। খবরটি বাংলাদেশের বিরুদ্ধে একটি সাজানো অভিযানের অংশ।

বিজ্ঞাপন

এর আগে পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে দাবি করে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক ‘বায়রাকতার টিবি ২’ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে, ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

সেখানে আরও বলা হয়, মূলত এ ধরনের ড্রোনগুলো নজরদারি এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতার জন্য পরিচালনা করা হয়। ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’ অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েন উদ্বেগ আরও বাড়িয়েছে। এ জন্য বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত।

বিজ্ঞাপন

ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার (আইডিআরডব্লিউ) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ বছরের শুরুর দিকে তুরস্ক থেকে ১২টি বায়রাকতার টিবি ২ ড্রোনের অর্ধেক হাতে পেয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। বাংলাদেশের ডিফেন্স টেকনোলজি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

আরটিভি/এসএইচএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission