ঢাকারোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ধানমন্ডিতে শোডাউন দিলেন 'বিতর্কিত' গোলাপ

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২২ জানুয়ারি ২০১৮ , ০৭:২৩ পিএম


loading/img

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটি নিয়ে বিতর্কিত দলটির দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বেশ শোডাউন দিয়েই কার্যালয়ে ঢুকলেন।

বিজ্ঞাপন

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শতাধিক নেতাকর্মীরা মিছিল নিয়ে আসেন।

গেলো কয়েকদিন ধরে আবদুস সোবহান গোলাপের সই করা কেন্দ্রীয় উপ-কমিটির তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিতর্ক তৈরি হয়। 

বিজ্ঞাপন

এ নিয়ে কার্যালয়ের সামনে বিক্ষোভও করেন সাবেক ছাত্রনেতারা।

বিক্ষোভ চলাকালে তাকে কার্যালয়ে আসতে দেখা যায়নি। সোমবার অফিসে এলেন ৩ দিন পর।

যদিও আবদুস সোবহান গোলাপের ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করেছে, মাদারীপুরে শীতবস্ত্র বিতরণ করতে যাওয়ায় তিনি অফিসে আসেননি।

বিজ্ঞাপন

জানা গেছে, ধানমন্ডি ৩/এ সড়কে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে সোমবার ৩টায় আবদুস সোবহান গোলাপের অনুসারী এক নেতার নেতৃত্বে মোটরসাইকেল নিয়ে এই শোডাউন হয়। 

উপ-কমিটিতে পদ না পাওয়া এক সাবেক ছাত্রলীগ নেতা জানান, 'গোলাপ ভাই সাধারণত গাড়ি নিয়ে কার্যালয়ের সামনে এসে নামেন।

কিন্তু সোমবার বিকেলে মূল সড়কেই গাড়ি থেকে নেমে যান। পরে হেঁটে হেঁটে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন।'

এ সময় তার সমর্থকরা পেছনে ও রাস্তার দু'পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দেন। 

আরও পড়ুন

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |