• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

বৈশ্বিক শীর্ষ চিন্তাবিদদের তালিকায় শেখ হাসিনা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ জানুয়ারি ২০১৯, ২০:৪০

বৈশ্বিক শীর্ষ চিন্তাবিদদের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বিখ্যাত সাময়িকী ‘ফরেন পলিসি’ সম্প্রতি বৈশ্বিক চিন্তাবিদদের একটি তালিকা প্রকাশ করেছে। আর এতে বিশ্বের ক্ষমতাধর অনেক ব্যক্তির সঙ্গে অবস্থান করছেন শেখ হাসিনা।

ফরেন পলিসির ‘গ্লোবাল থিংকারস’ শিরোনামের ওই তালিকায় দেখা যায়, বেশ কয়েকটি ক্যাটাগরিতে বৈশ্বিক চিন্তাবিদদের ভাগ করা হয়েছে। এর মধ্যে ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি বিভাগের শীর্ষে দশে অবস্থান করছেন শেখ হাসিনা। তালিকায় তাঁর অবস্থান ৯ নম্বরে।

ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি বিভাগের শীর্ষে আছেন ইরানের বহুল আলোচিত অভিজাত বাহিনী ‘কুদস’ ফোর্সের কমান্ডার কাশেম সুলেইমানি। এছাড়া দ্বিতীয় অবস্থানে আছেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী উরসুলা ভন দার লেয়েন।

ফরেন পলিসির ওই তালিকায় ‘দ্য স্ট্রংম্যান’ বিভাগের শীর্ষে আছে জামার্নির চ্যান্সেলর এঙ্গেলা মরকেল এবং দ্বিতীয় অবস্থানে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

‘ফোরটি অ্যান্ড আন্ডার’ বিভাগের শীর্ষে আছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আরদার্ন। এছাড়া এই তালিকায় আরও আছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, সৌদি আরবের ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাডকার।

ডি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুমকাণ্ডে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র
শেখ পরিবারের দুর্নীতি অনুসন্ধানে ৫ কর্মকর্তা নিয়োগ
শেখ হাসিনাকে ভারত ছাড়া কোনো দেশই সমর্থন করেনি: রিজভী
৪০০ নয়, হাসিনার সেই পিয়নের অ্যাকাউন্টে ৬২৬ কোটি টাকা!