ঢাকাSaturday, 24 May 2025, 10 Jyoishţho 1432

‘সব অফিস যেখানে বন্ধ সেখানে কীভাবে গার্মেন্টস কারখানা খোলা হলো’

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ০৫ এপ্রিল ২০২০ , ০৯:৩৯ এএম


loading/img
ফাইল ছবি

ঢাকামুখী মানুষের ঢল থামাতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, নতুন করে আর কাউকে রাজধানীতে ঢুকতে না দিতে আইজিপিকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া পোশাক শ্রমিকদের বিষয়ে একটি সুস্পষ্ট বক্তব্য দিতে বিজিএমইএকে বলা হয়েছে। যেখানে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ সেখানে কীভাবে গার্মেন্টস কারখানা খোলা হলো?

বিজ্ঞাপন

শনিবার (৪ এপ্রিল) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এদিকে, শনিবার থেকে গার্মেন্টস কারখানা খোলা থাকায় গত দুদিন ধরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন জেলা থেকে গার্মেন্টসকর্মীরা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। মাওয়া, দৌলতদিয়া-পাটুরিয়া নৌঘাটসহ বিভিন্ন সড়ক-মহাসড়কে মানুষের উপচে পড়া ভিড়। এদের নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে প্রশাসনকে।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |