• ঢাকা রোববার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
logo

রাষ্ট্রচিন্তার দিদারুলকে পুলিশে সোপর্দ করলো র‌্যাব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ মে ২০২০, ২১:৩৮
রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল

রাজনৈতিক সংগঠন- রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ভূঁইয়াকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশে হস্তান্তর করেছে র‌্যাব। তার বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় তাকে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছিলেন র‌্যাব সদস্যরা। তবে তাৎক্ষণিকভাবে তা তারা স্বীকার করেননি।

বুধবার রাতে দিদারুলকে (৩৯) র‌্যাব রমনা থানায় দিয়ে যায় বলে পুলিশ জানায়। তার সঙ্গে মিনহাজ মান্নান ইমন (৫২) নামে আরেকজনকেও হস্তান্তর করে।

রমনা থানায় দিদারুলকে সোপর্দের বিষয়টি নিশ্চিত করে ওসি মনিরুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, ‘কিছুক্ষণ আগে (৬টায়) দিদারুলকে রমনা থানায় হস্তান্তর করেছেন র‌্যাব-৩ এর সদস্যরা। ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে রমনা থানায়। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়