রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইমুল আবরার (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
তার মৃত্যুকে রেসিডেনসিয়াল মডেল কলেজ শিক্ষার্থীরা অবহেলাজনিত কারণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছেন।
শনিবার (২ নভেম্বর) দুপুরে কলেজের সামনে আবরারের সহপাঠীরা মানববন্ধন করেন এ মানববন্ধন থেকে চার দফা দাবি তুলে ধরেন।
---------------------------------------------------------------
আরো পড়ুন: ‘আমরা ছয়জন স্বেচ্ছায় শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেছি’
---------------------------------------------------------------
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ঘটনা চলাকালীন সময় সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের হাতে দিতে হবে। অনুষ্ঠান মিস ম্যানেজমেন্ট এর দায় স্বীকার করে কিশোর আলো কর্তৃপক্ষকে লিখিত স্টেটমেন্ট দিতে হবে। ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট ছাত্রদের হাতে দিতে হবে। শুধু দুর্ঘটনা নয় তাদের গাফিলতি, মিস ম্যানেজমেন্ট এবং উদাসীনতা উল্লেখ করে পত্রিকায় স্টেটমেন্ট দিতে হবে।
পি