• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

লকডাউনের বিষয়ে এখনও সুনির্দিষ্ট তালিকা আসেনি: ডিএনসিসি মেয়র

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জুন ২০২০, ২৩:৩৭
DNCC Mayor Atiqul Islam
মেয়র আতিকুল ইসলাম

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের কাছে এখনও সুনির্দিষ্ট তালিকা আসেনি। শুধু জোন ভাগ করে একটা খসড়া পাঠানো হয়েছে। আমরা তাদের বারবার বলছি আপনার সুনির্দিষ্ট ম্যাপিং দেন, আমরা বাস্তবায়ন করব। বললেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

আজ রোববার এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে প্রত্যেককে প্রস্তুত থাকতে বলেছি। এরইমধ্যে আমরা পূর্ব রাজাবাজার এলাকায় লকডাউন করে অভিজ্ঞতা অর্জন করেছি। সেখানে বিভিন্নজনের বিভিন্ন রকম আবদার। অনেকে যেমন পিৎজা চাচ্ছে তেমনি প্রয়োজনীয় ওষুধও চাচ্ছে। এসব অভিজ্ঞতা নিয়ে অন্যান্য জায়গায় কাজ করতে পারব।

মেয়র আরও বলেন, আমরা আজ অবদি স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ ধরনের কোনো ম্যাপিং পাইনি। আমাদের নগরবাসীর জীবন-জীবিকা দুটোই দেখতে হবে। তাই বলবো যদি সুনির্দিষ্ট চিহ্নিত করে দেয়া হয় তাহলে আমরা ওই বাড়িটি লকডাউন করে দিতে পারতাম। আমাদের বিশেষজ্ঞ কমিটি, টেকিনিক্যাল কমিটি যেভাবে বলবে সেভাবেই কাজ করব। তারা যত তাড়াতাড়ি সুনির্দিষ্ট তালিকা দেবে আমরা তত তাড়াতাড়ি কাজ করতে পারব।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুনামগঞ্জে সাবেক পৌর কাউন্সিলর আনাছ কারাগারে
ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ৪০   
আরও ৩৯ ডেঙ্গু রোগী হাসপাতালে
সাবেক কাউন্সিলর ইলিয়াছ ঢাকায় গ্রেপ্তার