ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিল আ.লীগ: ফখরুল

আরটিভি নিউজ

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ , ০৫:৫৪ পিএম


ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিল আ.লীগ: ফখরুল
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্রীড়াঙ্গন এর সবচেয়ে বড় উদাহরণ। দলটি এই অঙ্গনকে দলীয়করণ করে ভালো ও মেধাবী খেলোয়াড়দের সুযোগ দেয়নি। 

বিজ্ঞাপন

শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীতে পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, খেলোয়াড়দের মন উদার হয়। মাদক নির্মূলসহ সামাজিক কাজে তাদের ভূমিকা অনেক। তারেক রহমানও প্রত্যাশা করেন মাদক পরিহার করে তরুণ সমাজ খেলাধুলায় মনোযোগী হবে।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের আমলে ভালো ও মেধাবী খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়নি অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, এখন মেধার চর্চা হবে। সবাই যেন সুযোগ পায়। ভালো খেলোয়াড়দের বের করে আনতে হবে। ক্রিকেট এখন খুব নাম করছে, কিন্তু এক সময় ফুটবল ছিল খুব জনপ্রিয় খেলা।

ক্রীড়াঙ্গনে জিয়া পরিবারের অবদান তুলে ধরে তিনি বলেন, আরাফাত রহমান কোকোর ক্রিকেটে বড় ভূমিকা ছিল। দেশের ক্রিকেটে যে উৎকর্ষতা সাধিত হয়েছে তার ভিত্তি কোকোর হাত ধরেই হয়েছে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission