ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

হাসিনা হিটলারের চেয়েও বেশি অত্যাচার করেছে: ফজলুর রহমান

কুমিল্লা উত্তর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:০২ পিএম


loading/img
ছবি: প্রতিনিধি

বিগত ১৬ বছরে হাসিনা হিটলারের চেয়েও বেশি অত্যাচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান।

বিজ্ঞাপন

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

ফজলুর রহমান বলেন, যুগে যুগে হিটলার, টিক্কা খান, আইয়ুব খানসহ অত্যাচারী শাসকদের পতন হয়েছে। হাসিনারও পতন হয়েছে। যারাই ক্ষমতা চিরস্থায়ী করতে চাইছে ইতিহাসে তাদেরই আল্লাহ ধ্বংস করেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, হাসিনার বাপ তো দেশেই গুলি খেয়ে মরছে, কিন্তু হাসিনা তল্পিতল্পা গুছিয়ে পালাতে বাধ্য হয়েছে। সব কৃতিত্ব মূলত ছাত্রদের।

প্রধান উপদেষ্টার উদ্দেশে ফজলুর রহমান বলেন, ১০০ বছরের মধ্যে বাঙালি মুসলমানের ঘরে নোবেলবিজয়ী ড. ইউনুসের মতো গুণী জন্মায়নি, জন্মাবে বলেও মনে হয় না। শ্রদ্ধা রেখে বলছি কোনো পদের জন্য নিজেকে কলুষিত করবেন না। বিনা নির্বাচনে ক্ষমতায় দীর্ঘায়িত করবেন না।

সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, তারেক রহমানের ৩১ দফা পৃথিবীর অন্যতম শক্তিশালী রাজনৈতিক দফা। 

বিজ্ঞাপন

এ সময় কুমিল্লার নামে বিভাগ ঘোষণা, ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন, ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর চালু, ইপিজেডের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের দাবি জানান তিনি। 

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |