• ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১
logo

হাসিনা হিটলারের চেয়েও বেশি অত্যাচার করেছে: ফজলুর রহমান

কুমিল্লা উত্তর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০২
ছবি: প্রতিনিধি

বিগত ১৬ বছরে হাসিনা হিটলারের চেয়েও বেশি অত্যাচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

ফজলুর রহমান বলেন, যুগে যুগে হিটলার, টিক্কা খান, আইয়ুব খানসহ অত্যাচারী শাসকদের পতন হয়েছে। হাসিনারও পতন হয়েছে। যারাই ক্ষমতা চিরস্থায়ী করতে চাইছে ইতিহাসে তাদেরই আল্লাহ ধ্বংস করেছে।

তিনি বলেন, হাসিনার বাপ তো দেশেই গুলি খেয়ে মরছে, কিন্তু হাসিনা তল্পিতল্পা গুছিয়ে পালাতে বাধ্য হয়েছে। সব কৃতিত্ব মূলত ছাত্রদের।

প্রধান উপদেষ্টার উদ্দেশে ফজলুর রহমান বলেন, ১০০ বছরের মধ্যে বাঙালি মুসলমানের ঘরে নোবেলবিজয়ী ড. ইউনুসের মতো গুণী জন্মায়নি, জন্মাবে বলেও মনে হয় না। শ্রদ্ধা রেখে বলছি কোনো পদের জন্য নিজেকে কলুষিত করবেন না। বিনা নির্বাচনে ক্ষমতায় দীর্ঘায়িত করবেন না।

সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, তারেক রহমানের ৩১ দফা পৃথিবীর অন্যতম শক্তিশালী রাজনৈতিক দফা।

এ সময় কুমিল্লার নামে বিভাগ ঘোষণা, ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন, ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর চালু, ইপিজেডের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের দাবি জানান তিনি।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বইমেলায় শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিন, ময়লা ফেললেন প্রেসসচিব
বিএনপির দুপক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
বিএনপির বিরুদ্ধে সংযত হয়ে কথা বলতে হবে: সেলিমা রহমান
মির্জা ফখরুলের আশ্বাসে হরতাল প্রত্যাহার বিএনপির