রাজধানীর হাজারীবাগের একটি মাদরাসার ছাদ থেকে পড়ে রাকিবুল হাসান (১১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ মে) রাতে হাজারীবাগে আল আমিন এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে এ ঘটনা ঘটে বলে জানান মাদরাসার শিক্ষক সাইফুল ইসলাম।
তিনি বলেন, রাকিবুল আমাদের মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যায় মাদ্রাসার চতুর্থ তলার ছাদে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শিকদার মেডিকেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।
শিক্ষক সাইফুল ইসলাম বলেন, রাকিবুল হাসান বরিশালের বাকেরগঞ্জ থানার দুদল গ্রামের আনিসুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।