ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ঢামেকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কয়েদির মৃত্যু

আরটিভি নিউজ

বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ , ০১:০৮ পিএম


loading/img
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ মো. উকিল উদ্দিন (৭২) নামে এক কয়েদির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত দুইটার দিকে ঢামেক হাসপাতালের ৬০১নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আল আমিন জানান, শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলের দিকে কয়েদি উকিল উদ্দিন হঠাৎ ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আজ রাত পৌনে দুইটার দিকে মেডিকেল ভবন-২ এর ৬০১নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিজ্ঞাপন

আল আমিন বলেন, তিনি মানবতাবিরোধী যুদ্ধ অপরাধ মামলার কয়েদি হিসেবে কারাগারে ছিলেন। তার কয়েদি নং ৮১৯/১৯ এবং বাবার নাম মৃত মোসলেম উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কয়েদি উকিল উদ্দিনের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। পরে কারা কর্তৃপক্ষ ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |