ঢাকাশুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

ফানুস ওড়াতে গিয়ে দগ্ধ সেই কিশোর মারা গেছে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪ , ১১:০৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচরে থার্টি ফার্স্ট নাইটে বাসার ছাদে ফানুস ওড়াতে গিয়ে দগ্ধ হওয়া কিশোর সিয়াম (১৪) মারা গেছে।

বিজ্ঞাপন

সোমবার (১ জানুয়ারি) দিনগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, থার্টি ফার্স্ট নাইটে ফানুস উড়াতে গিয়ে সিয়ামসহ তিনজন দগ্ধ হয়ে জরুরি বিভাগে এসেছিল। এদের মধ্যে সিয়াম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের ৮৮ শতাংশ দগ্ধ হয়েছিল। 

বিজ্ঞাপন

এ ছাড়া বাকি দুজন মো. রাকিব (১৮) ও মো. রায়হানকে (১৬) প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই রাতেই ছেড়ে দেওয়া হয়েছিল।

সিয়ামের বাবা স্বপন বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বাসার ছাদে বাচ্চারা আনন্দ করছিল। সেখানে ফানুসে আগুন দেওয়ার সময় সিয়াম দগ্ধ হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |