• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

পুলিশ লাইনস পুকুরে কনস্টেবলের রহস্যজনক মৃত্যু

আরটিভি নিউজ

  ১৮ এপ্রিল ২০২৪, ১৭:৪৪

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের সিরুমীয়া মাঠের পাশের পুকুরে গোসল করতে নেমে কনস্টেবল মো. মমিনুল ইসলামের রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) গণমাধ্যমের হাতে আসা সিসিটিভি ফুটেজ থেকে এ তথ্য পাওয়া গেছে। বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ফুটেজে দেখা যায়, মমিনুল গোসলের আগে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দুজন ব্যক্তির সঙ্গে কথা বলেন। এরপর গোসলের জন্য তিনি পুকুরে ঝাঁপ দিয়ে সাতার কাটেন। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ তলিয়ে যান। এর পরপরই এক ব্যক্তি পুকুরে গোসল করতে নামেন। তিনি সাতরে কিছু দূর গিয়ে মমিনুলের মরদেহ ভেসে থাকতে দেখে চিৎকার করে অন্যদের ডাক দিলে সেখানে অনেককে জড়ো হতে দেখা যায়।

জানা যায়, ২০১৫ সালের ১২ নভেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন নিহত কনস্টেবল নওগাঁর মমিনুল ইসলাম।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংঘর্ষে আহত শ্রমিক দল নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু
সহ-সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’
নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু