ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

রাজধানীতে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ মে ২০২৪ , ১১:৪২ এএম


loading/img
ফাইল ছবি

রাজধানীর লালবাগের একটি বাসা থেকে রিতা রানী সাহা (৭১) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত হরিদাস সাহার স্ত্রী।

বিজ্ঞাপন

সোমবার (৬ মে) দিবাগত রাত ১২টার দিকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে ভোর ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ বলেন, খবর পেয়ে তারা লালবাগের ৪২ নম্বর সুবল দাস রোডের একটি ভবনের ফ্ল্যাট থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন। তারা ওই বৃদ্ধাকে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত দেখতে পান। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পরিবারের লোকজনের কাছ থেকে তারা জানতে পেরেছেন, রাতে ছেলের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে ওই বৃদ্ধা অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |