• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

নাকের পলিপ অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু

আরটিভি নিউজ

  ২১ আগস্ট ২০২৪, ১৫:৫১
নাকের পলিপ অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর কলাবাগানে কমফোর্ট হাসপাতালে নাকের পলিপ অপারেশন করাতে গিয়ে মো. সামছুদ্দোহা (৪৯) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসকদের ভুলে এ মৃত্যু হয়েছে বলে অভিযোগ রোগীর স্বজনদের।

বুধবার (২১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সামছুদ্দোহার পৈত্রিক নিবাস চুয়াডাঙ্গা সদর উপজেলায়। পরিবার নিয়ে তিনি ধানমন্ডি ৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় বসবাস করতেন।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার বিকেলে নাকের পলিপ অপারেশন করানোর জন্য তাকে কমফোর্ট হাসপাতালে ভর্তি করানো হয়। রাত ১১টায় তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে বের করা না হলে খোঁজ নিতে যান স্বজনরা। তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানায়, রোগী অপারেশন টেবিলে দুবার স্ট্রোক করেছিলেন। পরে সেখান থেকে বুধবার ভোর সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনদের দাবি, চিকিৎসকদের ভুলের কারণেই সামছুদ্দোহা মারা গেছেন। দায়ীদের বিচার দাবি করেছেন তারা।

যোগাযোগ করা হলে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি
শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক