ঢাকা

বদির ভাতিজা শাহজাহান ঢাকায় গ্রেপ্তার

আরটিভি নিউজ

সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ , ১১:১৯ এএম


loading/img
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুর রহমান বদির ভাতিজা শাহজাহান মিয়াকে রাজধানী থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। শাহজাহান তালিকাভুক্ত মাদক কারবারি ও টেকনাফ সদর  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

বিজ্ঞাপন

রোববার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টেকনাফে ছাত্রদের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা করতে দেখা গেছে শাহজাহান মিয়াকে। এ সংক্রান্ত ভিডিও ফুটেজ রয়েছে। তার বিরুদ্ধে সহিংসতা ও মাদকসহ অনেকগুলো মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

এর আগে, গত ২০ আগস্ট সাবেক সংসদ সদস্য বদিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |