ঢাকাবৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

সাবেক এমপি আফজাল হোসেন গ্রেপ্তার

আরটিভি নিউজ

সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ০৩:৪৭ পিএম


loading/img
ফাইল ছবি

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আফজাল সুজের মালিক আফজাল হোসেনকে মেহেরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (২৪ মার্চ) ভোরে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। জিজ্ঞাসাবাদের জন্য আশ্রয়দাতা মামুনকেও থানায় নেওয়া হয়েছে। তিনি আফজাল সু কোম্পানির কর্মচারী ও তাহের ক্লিনিক পাড়ার বাসিন্দা। 

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাবেক এমপি আফজাল হোসেনের অবস্থান শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন বলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিকেল নাগাদ পুলিশের ওই টিমটি মেহেরপুর পৌঁছানোর কথা। তাদের হাতেই আফজাল হোসেনকে সোপর্দ করা হবে।

আরটিভি/এসএইচএম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |