• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

রাজধানীতে ৯৮৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ১৯ নভেম্বর ২০২৪, ১৫:১০
ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরা থানার সারুলিয়া এলাকায় সোমবার (১৮ নভেম্বর) রাতে অভিযান পরিচালনা করে ৯৮৫ বোতল ফেনসিডিলসহ মোছা. তাসলিমা (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-ওয়ারি বিভাগ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডেমরার সারুলিয়া রানীমহল বাজার এলাকার একটি ভাড়া বাসায় কতিপয় ব্যক্তি ফেনসিডিল বিক্রির জন্য অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান পরিচালনা করে ডিবি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাসলিমাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা অন্য দুইজন পালিয়ে যায়। পরে বাসাটি তল্লাশি করে তাসলিমার শয়নকক্ষের খাটের নিচ থেকে ৯৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৯ লাখ ৭০ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিসহ পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার তাসলিমা তার সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে ডেমরাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকের ব্যবসা করে আসছে। উদ্ধার করা ফেনসিডিল তারা বিক্রির জন্য নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার দেন।

আরটিভি/এমএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বনানীতে প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের সড়ক অবরোধ
রাজধানীতে আবাসিক ভবনে আগুন
উপদেষ্টা হাসান আরিফের দাফন কখন কোথায়
উপদেষ্টা হাসান আরিফ আর নেই