ঢাকার আশুলিয়া থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী, জুলাই গণহত্যাসহ একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার (২ মার্চ) দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দীন জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ভূমি-দস্যু বিল্লাল হোসেনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলাসহ একাধিক মামলা রয়েছে। যার মধ্যে একটি মাদক মামলায় সে যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামি। গ্রেপ্তারকৃত বিলালকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
আরটিভি/এএএ