ঢাকা

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ‘অস্ত্রধারী’ ব্যক্তিকে গণপিটুনি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ , ০২:৩৪ এএম


loading/img
ছবি: সংগৃহীত

অস্ত্রের মহড়া দেওয়ায় রাজধানীতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এক ‘অস্ত্রধারী’ ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।

বিজ্ঞাপন

বুধবার (৫ মার্চ) রাত আটটার দিকে মগবাজারে টিঅ্যান্ডটি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে বলে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু জানান।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, গণপিটুনিতে আহত মাহফুজুর রহমান (দীপু) শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশের ওই সূত্র জানায়, টিঅ্যান্ডটি কলোনি এলাকায় রাত আটটার দিকে একদল লোক অস্ত্রের মহড়া দেন। সেখানে মাহফুজুর রহমানও ছিলেন। এ সময় স্থানীয় একটি মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে সন্ত্রাসীদের ধরতে আহ্বান জানানো হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে মাহফুজুর রহমানকে গণপিটুনি দেওয়া হয়েছে। 

রাত দেড়টার দিকে পুলিশের একজন কর্মকর্তা বলেন, রাত আটটার এ ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী মগবাজার টিঅ্যান্ডটি কলোনি এলাকায় অভিযান শুরু করেছে। এখনো অভিযান চলছে।

মাহফুজুরকে হাসপাতালে নিয়ে যান হাতিরঝিল থানার উপপরিদর্শক সেলিম উল্লাহ বলেন, রাত আটটার দিকে টিঅ্যান্ডটি কলোনি এলাকায় হট্টগোলের খবর পেয়ে সেখানে যান তিনি। ঘটনাস্থল থেকে মাহফুজুর রহমানকে আহত অবস্থায় তাঁদের গাড়িতে তুলে দেওয়া হয়। তারপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে তাঁর স্বজনদের জিম্মায় দেওয়া হয় বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |