মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে ঢামেকে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) চিকিৎসাধীন ছিল শিশুটি।
শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে লাইফ সাপার্টে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে শিশুর মামাতো ভাই সুজন জানান, আমরা নিজেরাও হতবাক হয়ে গেছি, এতোটুকু একটা শিশুর সাথে এরকম বর্বর আচরণ হবে তা আমরা কল্পনাও করতে পারিনি। আমার ছোট বোনটি এই জানুয়ারি মাসে তৃতীয় শ্রেণিতে উঠেছিল। এরই মধ্যে ওর জীবনের প্রদীপ ধ্বংস করে দিল ওই পাষন্ড । আমরা আগে যদি জানতাম বোনের বাড়িতে বেড়াতে যাওয়া তার জন্য কাল হয়ে দাঁড়াবে তাহলে কখনই তাকে বোনের বাড়িতে যেতে দিতাম না। এই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
সুজন আরও জানান, আমাদের পরিবারের কাউকেই আমার ছোট বোনের সঙ্গে বেশি দেখা করতে দিচ্ছে না দায়িত্বরত চিকিৎসকরা। তারা ভিতর থেকে এসে আমাদেরকে যা জানায় আমরা তাই জানতে পারছি।
এর আগে, বৃহস্পতিবার রাতের দিকে গুরুতর অবস্থায় শিশুটিকে ঢামেকে আনা হয়। পরে শিশুটিকে ঢামেকের পিআইসিইউতে নেওয়া হয়।
এদিকে, মাগুরার পুলিশ সুপার (এসপি) মিনা মাহমুদা বলেন, এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির বোনজামাই মো. সজিব শেখ (১৮) ও তার বাবা হিটু মিয়াকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এএএ