ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ফের শাহবাগ মোড় ব্লকেড জুলাই আহতদের

আরটিভি নিউজ

রোববার, ১১ মে ২০২৫ , ০৭:১৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে দল হিসেবে চিরতরে নিষিদ্ধসহ তিন দফা দাবিতে ফের শাহবাগ মোড় ব্লকেড করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহতরা। অন্য দুটি দাবি হলো- জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসা।

বিজ্ঞাপন

রোববার (১১ মে) সকাল থেকে তারা শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন। এ সময় দ্রুত তাদের দাবিগুলো বাস্তবায়ন এবং আজীবন চিকিৎসা ব্যবস্থা ও পুনর্বাসন নিশ্চিতের দাবি জানান তারা। এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। 

এদিকে, শাহবাগ মোড় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণার দাবি করে আহতরা অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, দালালি এবার বন্ধ করতে হবে, দালালির দিন শেষ। বিচারকার্য সম্পন্ন হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ, তার পরে তারা কী আমাদের সঙ্গে ডাঙ্গুলি খেলবে? বাংলাদেশ থেকে দুই শব্দ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। ‘আওয়ামী লীগ’ তারপর ‘নিষিদ্ধ’। এর আগে বা পরে কোনো যদি-কিন্তু থাকবে না।

জুলাই গণ-অভ্যুত্থানে আহতরা আরও বলেন, আমাদের ২ হাজার ভাই শহীদ এবং ৩৫ হাজার আহত ভাই বিভিন্ন জায়গায় অবহেলিত ও নির্যাতিত। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের ওপর দাঁড়িয়েও আওয়ামী লীগ নিষিদ্ধ না করে সুশীলতা দেখায়। এখনও আওয়ামী লীগকে পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ এই সরকার করতে পারে নাই। আওয়ামী লীগ নিষিদ্ধ করার সদিচ্ছা থাকলে গত আগস্টেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যেত। জুলাইয়ের ঘোষণাপত্রও জারি হয়ে যেতো। 

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |