বর্জ্য পরিষ্কারে প্রস্তুত দুই সিটি, নামানো হচ্ছে ২০ হাজার কর্মী

আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ জুন ২০২৫ , ০৫:৩৯ পিএম


বর্জ্য পরিষ্কারে প্রস্তুত দুই সিটি, নামানো হচ্ছে ২০ হাজার কর্মী
ফাইল ছবি

কোরবানির পশুর বর্জ্য অপসারণে সব ধরনের প্রস্তুতি নিয়েছে মেয়র বিহীন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। দুই সিটি মিলে মাঠে নামানো হচ্ছে ২০ হাজারের বেশি পরিচ্ছন্নকর্মী।

বিজ্ঞাপন

জানা গেছে, রাজধানীতে এবার প্রায় ৭ লাখ পশু কোরবানি হতে পারে। এতে ৫০ হাজার টন বর্জ্য উৎপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। ঈদের দিন বিকেল ৩টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করবে দুই সিটি।

১২ ঘণ্টার মধ্যে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ইতোমধ্যে দুই করপোরেশনের বর্জ্য, পরিবহন ও যান্ত্রিক বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া জানান, দক্ষিণ সিটিতে প্রায় ৩০ হাজার টন বর্জ্য উৎপন্ন হতে পারে। এসব বর্জ্য অপসারণে করপোরেশনের নিজস্ব ৫ হাজার ৯৫৩ জন, প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের ৪ হাজার ৭০০ জন এবং পশুর হাটে নিয়োজিত ১ হাজার ৮০০ জন পরিচ্ছন্নকর্মী কাজ করবেন।

বর্জ্য অপসারণে ২০৭টি ডাম্প ট্রাক, ২০০টি মিনি ট্রাক, ৪৪টি কম্পেক্টর, ৩৯টি কনটেইনার ক্যারিয়ার, ১৬টি পে-লোডার, ৫টি টায়ার ডোজার, ৯টি পানির গাড়ি, ২টি বুলডোজার, ৪টি এক্সেভেটর, ৩টি এয়ার কম্প্রেসার, ২টি ফর্ক লিফট এবং ৩টি স্কিড লোডারসহ বিভিন্ন যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে। 

এ ছাড়া ওয়ার্ড পর্যায়ে পর্যাপ্ত হাতগাড়ি, বেলচা ও টুকরি সরবরাহ করা হয়েছে। জীবাণুনাশক হিসেবে সরবরাহ করা হয়েছে ২২২ গ্যালন স্যাভলন ও ৪০ টন ব্লিচিং পাউডার। দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য জানতে হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর: ০১৭০৯-৯০০৮৮৮ এবং ০২২২-৩৩৮৬০১৪।

বিজ্ঞাপন

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, উত্তর সিটিতে এবার প্রায় ২০ হাজার টন বর্জ্য তৈরি হতে পারে, তা অপসারণে ১০ হাজার পরিচ্ছন্নকর্মী কাজ করবেন। বর্জ্য ফেলা ও ডাম্পিংয়ের জন্য আমিন বাজার ল্যান্ডফিলে দুটি আলাদা পরিখা ও একটি প্লাটফর্ম প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

অপসারণ কার্যক্রমে ২২৪টি ডাম্প ট্রাক, ৩৮১টি পিকআপ, ২৪টি পে-লোডারসহ বিভিন্ন যান ও যন্ত্রপাতি ব্যবহৃত হবে। ইতোমধ্যে ১২ লাখ ৫০ হাজার পলিব্যাগ, আড়াই হাজার বস্তা ব্লিচিং পাউডার ও ৪ হাজার ক্যান স্যাভলন বিতরণ করা হয়েছে। 

এ ছাড়া পশুর হাট ও আশপাশের এলাকায় বর্জ্য দ্রুত অপসারণ ও রাস্তা ধোয়ার কাজে নিয়োজিত থাকবে পানির গাড়ি, ভারী যন্ত্রপাতি এবং বেসরকারি পিকআপ।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission