• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

রাজবাড়ীতে বন্যায় ক্ষতি ১০ কোটি টাকা, সরকারি বরাদ্দ ২০ লাখ

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ আগস্ট ২০২০, ১১:৪৪
Rajbari district,
ছবি সংগৃহীত

রাজবাড়ী জেলায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে বন্যায় প্রায় ১০ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। সেখানে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য সরকারিভাবে মাত্র ২০ লাখ ৪৫ হাজার টাকা বরাদ্দ হয়েছে। তবে এখনো তা বিতরণ করা হয়নি।

চলতি বছরের বন্যায় মরিচ, কলা, আখ, পাট, রোপা আমন ধান ও বীজতলা, শাক-সবজি প্রভৃতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া চরাঞ্চলের বাদাম চাষিদেরও বন্যায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি সহায়তা হিসেবে রাজবাড়ী জেলার ৬ শত কৃষককে মাসকলাইয়ের ডালের বীজ ও সার এবং ২ হাজার কৃষককে সবজির বীজ দেয়া হবে। এছাড়া কিছু এলাকায় মেশিন দিয়ে কৃষকের ধান কেটে দেয়া হবে।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, জেলার ৪০০ ঘের ও পুকুর বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে ৭২ লাখ টাকার মাছ ও মাছের পোনার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মৎস্য খামারীদের তালিকা করা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোপাল কৃষ্ণ দাস বলেন, বন্যায় প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতির বিপরীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য মাত্র ২০ লাখ ৪৫ হাজার টাকা বরাদ্দ হয়েছে। আগামী মাস থেকে সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হবে। তবে বালিয়াকান্দি উপজেলাতে বন্যায় কৃষকের তেমন ক্ষয়ক্ষতি না হওয়ায় ওই উপজেলার কৃষকদের জন্য কোনো বরাদ্দ দেয়া হয়নি।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : বাগান কেটেও উদ্ধার হয়নি বাঘ, আতঙ্কে গ্রামবাসী
---------------------------------------------------------------------

তিনি আরও বলেন, বন্যার পানি নামতে শুরু করেছে। তবে এখনো নিম্নাঞ্চলের ফসলি মাঠে পানি আছে। এবারের বন্যায় ১৫৩৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। এতে প্রায় নয় কোটি ২৬ লাখ ৭৬ হাজার টাকার ফসলের ক্ষতি হয়েছে।

কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে পাঁচটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম জানান, বন্যায় জেলার চার উপজেলার (রাজবাড়ী সদর, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ) ১৩ ইউনিয়নের ১০৭ গ্রামের ৯১ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলা গোয়ালন্দ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করে খাদ্য সহায়তা, শিশু খাদ্য, শুকনা খাবার ও গো-খাদ্যসহ নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।

এসএ/এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাতিল হলো বন্যার ‘সুরের ধারা’র জমির লিজ
বন্যাত্তোর কৃষক-শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষ্যে ইটভাটা রক্ষার দাবি 
বিক্ষোভের মুখে শিল্পকলায় নাটকের প্রদর্শনী বন্ধ, মুখ খুললেন বন্যা মির্জা
বাংলাদেশকে রানবন্যায় ভাসিয়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার